বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বগুড়া
প্রকাশিত: ০৬:০৮ এএম, ১৬ মে ২০২৩

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় মো. সিয়াম (২০) নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (১৫ মে) রাত ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার ধামাহার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, মঙ্গলবার (৯ মে) রাতে বগুড়া শহর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম রতনকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর তার বাবা সদর থানায় ১৩ জনের নামোল্লেখ করে মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে শহর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম রতনকে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার রাতে শিবগঞ্জের ধামাহার গ্রাম থেকে সিয়ামকে গ্রেফতার করা হয়। এরআগে গত বুধবার (১০ মে) রাতে মামলার ৯ নম্বর এজাহারভুক্ত আসামি ইমনকে বগুড়া সদর উপজেলার সাবগ্রাম থেকে গ্রেফতার করে র‍্যাব।

র‍্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিয়ামকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

বগুড়া/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।