ধুনটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
বগুড়ার ধুনটে বাসের ধাক্কায় ফেরদৌস আলম (৪৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (১৮ মে) দুপুর দেড়টার দিকে ধুনট-শেরপুর সড়কের উল্লাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফেরদৌস আলম সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার হাজারহাটি গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে। আহতের নাম আব্দুল ওযাদুদ মানিক। তিনি একই গ্রামের ওসমান গণির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আব্দুল ওয়াদুদ মানিক প্রায় এক মাস আগে শেরপুর শহরের শোরুম থেকে একটি নতুন মোটরসাইকেল কিনেন। মোটরসাইকেলটি সার্ভিসিং করার জন্য বৃহস্পতিবার সকালে আব্দুল ওয়াদুদ তার চাচা ফেরদৌস আলমকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে শোরুমে যান। সেখানে সার্ভিসিং শেষে ফেরার পথে উল্লাপাড়া পৌঁছলে একটি বাস মোটরসাইকেলটি ধাক্কা দেয়।
আরও পড়ুন: এপ্রিলে ৪৩১ সড়ক দুর্ঘটনা, নিহত ৪৯৭
এতে চাচা-ভাতিজা আহত হন। স্থানীয়রা তাদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে খানে চিকিৎসাধীন অবস্থায় ফেরদৌস আলম মারা যান। আহত আব্দুল ওয়াদুদকে মানিককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ধুনট থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে ফেরদৌস আলমের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরএইচ/জিকেএস