সীমান্তে চোরাকারবারির ফেলে যাওয়া বাইকে ৭ সোনার বার জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ১৮ মে ২০২৩

সাতক্ষীরা সদর উপজেলা সীমান্ত থেকে সাতটি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইটভাটা সংলগ্ন এলাকা থেকে এসব সোনার বার জব্দ করা হয়।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাতক্ষীরার গাজীপুর সীমান্ত দিয়ে একটি সোনার চালান ভারতে পাচার হচ্ছে এমন সংবাদে আলীপুর ইটভাটা সংলগ্ন এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি দল। চোরাকারবারিরা ওই এলাকায় পৌঁছে বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাশি করে সাতটি সোনার বার জব্দ করা হয়। যার ওজন ৮১৬ গ্রাম। এর বাজার মূল্য ৬৮ লাখ ৭৭৮ টাকা। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় মামলার পাশাপাশি জব্দ সোনার বার সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

আহসানুর রাজীব/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।