নরসিংদীর বিএনপি কার্যালয়ে ছাত্রদলের পদবঞ্চিতদের হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ২০ মে ২০২৩

নরসিংদী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। শনিবার (২০ মে) দুপুরে সদর উপজেলার চিনিশপুরের বিএনপির কার্যালয়ে এ হামলা চালানো হয়।

বিএনপির একাধিক নেতা ও স্থানীয়রা জানায়, দুপুর ২টার দিকে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয়ে সামনে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে তারা কার্যালয়ে হামলা চালায়। এসময় ইট-পাটকেল নিক্ষেপ করে কার্যালয় ভাঙচুর করে তারা।

আরও পড়ুন: ছাত্রদল নেতাদের ওপর পদবঞ্চিতদের হামলা

এসময় ছাত্রদলের পদবঞ্চিত নেতারা বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনকে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, হামলা-ভাঙচুরের ঘটনাটি আমাদের জানা নেই। কোনো পক্ষ এখন পর্যন্ত অভিযোগ করেনি।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেন, আমি ঢাকায় অবস্থান করছি। শুনেছি কিছু সন্ত্রাসী দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে। আমরা দলীয় ও সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।

সঞ্জিত সাহা/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।