‘সমর্থন হারিয়ে সরকার বিদেশি কূটনৈতিকদের দুয়ারে দুয়ারে ঘুরছে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ২০ মে ২০২৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার জনগণের সমর্থন হারিয়ে তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে, সমর্থন হারিয়ে বিদেশি কূটনৈতিকদের দুয়ারে দুয়ারে ঘুরছে। কখনও কূটনৈতিকদের সঙ্গে গোপনে বৈঠক করছে আবার তাদের নিরাপত্তা কেড়ে নিচ্ছে।

শনিবার (২০ মে) বিকেল ৪টার দিকে শহরের ওয়াজের আলী স্কুল মাঠে জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

তিনি বলেন, অবৈধ সরকার আবারও ভোট চুরির পরিকল্পনা করছে। তাদের আর ভোট চুরি করতে দেওয়া হবে না।

আরও পডুন: কূটনৈতিকদের সঙ্গে বিএনপির এক ঘণ্টার বৈঠক

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার জনবিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণ তাদের সঙ্গে নেই। দেশের আপামর জনগণকে সঙ্গে নিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করে যাচ্ছে বিএনপি। সরকার তাদের আজ্ঞাবহ আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিয়ে হয়রানি করছে। তারা প্রায় ৪০ হাজার বিএনপি নেতাকর্মীকে মামলা দিয়ে হয়রানি করেছে।

জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডুসহ দলের বিপুল সংখ্যক কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।