গাঁজা গাছ পরিচর্যা করে ঠাঁই হলো কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:৪৯ এএম, ২১ মে ২০২৩

১৮টি গাঁজা গাছসহ অসিত বিশ্বাস (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বলছে, অসিত ওই গাঁজা গাছগুলো বাড়ির আঙিনায় পরিচর্যা করতেন।

শনিবার(২০ মে) রাতে সাতক্ষীরার তালায় উপজেলার ঘোনা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম জাগো নিউজকে বলেন, গাঁজা গাছসহ আটক আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

আহসানুর রহমান রাজীব/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।