আ’লীগ-বিএনপি সংঘর্ষ
পটুয়াখালীতে বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
পটুয়াখালীতে বিএনপি-আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪৫০ জনকে আসামি করে পৃথক দুটি মামলা হয়েছে। রোববার (২১ মে) দুপুরে সরকারি কলেজ ছাত্রলীগ নেতা মো. রায়হান হোসেন ও সকালে জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন বাদী হয়ে সদর থানায় পৃথক দুটি মামলা করেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ছাত্রলীগ কর্মী রায়হান হোসেনের মামলায় পটুয়াখালী সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মনির মুন্সীকে প্রধান আসামি করে আরও ২৯ জন বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া এই মামলায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করা হয়।
অপরদিকে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন বাদী হয়ে জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটনকে প্রধান আসামি করে এবং ১৬ জনের নাম উল্লেখসহ আরও ২৫০ জন অজ্ঞাত বিএনপি নেতাকর্মীর নামে আরেকটি মামলা করেন।
মামলার এজাহারে রায়হান হোসেন উল্লেখ করেন, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালী সরকারি কলেজ চত্বর থেকে জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগদানের জন্য সবুজবাগ এলাকায় যাওয়ার পথে কলেজ রোড এলাকায় বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।
অপরদিকে যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনের দায়েরকৃত মামলায় বলা হয়েছে, আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে যোগদানের উদ্দেশে যাওয়ার পথে পটুয়াখালী পৌরসভা চত্বরে শনিবার সকাল ১০টার দিকে বিএনপি নেতাকর্মীরা তাদের মিছিলে হামলা চালায়।
এ বিষয়ে পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি বলেন, শনিবার ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়ে সমাবেশটি পণ্ড করে দেয়। এতে আমাদের শতাধিক নেতাকর্মী আহত হয়। আমাদের কোনো লোক আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা করেনি। আমাদের আইনজীবী এবং আহত নেতাকর্মীদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, শনিবার পৌর শহরের কলেজরোড এলাকায় দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অভিযোগের ভিত্তিতে দুটি মামলা নথিভুক্ত করা হয়েছে। মামলা নং ২০/১৩০ এবং ২১/১৩১। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এরইমধ্যে আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
আব্দুস সালাম আরিফ/এফএ/এএসএম