পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আওয়ামী লীগ নেতা
পটুয়াখালীর পুরান বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের ও ব্যবসায়ীর পাশে দাঁড়িয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক সদর উপজেলা চেয়ারম্যান সাবেক পৌরসভা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ মৃধা।
রোববার (২১ মে) বেলা ১১টার দিকে টাউন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ক্ষতিগ্রস্তদের মধ্যে এ সহায়তা দেন। এসময় তিনি ২৮ জন ক্ষতিগ্রস্তের
মধ্যে নগদ অর্থ, লুঙ্গি, থ্রি-পিচ, রান্নার সামগ্রী এবং পানি ও জুস বিতরণ করেন।
এর আগে পটুয়াখালী সদরের পুরান বাজারে সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মোট ৬ জন আহত হয়েছে বলে খবর পাওয়া যায়।
এমআইএইচএস/জিকেএস