বগুড়ায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২২ মে ২০২৩

বগুড়ায় মাদক মামলায় মুঞ্জুর হোসেন (৩৯) নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২২ মে) দুপুরে বগুড়ার প্রথম অতিরিক্ত দায়রা জজ হাবিবা মণ্ডল এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মুঞ্জুর হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আরামবাগের আব্দুল মান্নানের ছেলে।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাছিমুল করিম হলি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১৬ সালের ১৪ মার্চ মুঞ্জুর হোসেনকে কাহালু উপজেলার ডিপুইল মধ্যপাড়া থেকে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এর প্রায় সাত বছর পর সোমবার মাদক মামলায় ওই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

অ্যাডভোকেট নাছিমুল আরও বলেন, একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।