শিবালয়ের ছাত্রলীগ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার


প্রকাশিত: ১১:২৬ এএম, ১০ মার্চ ২০১৬

বহিষ্কারের পাঁচ মাস পর প্রত্যাহার করা হলো মানিকগঞ্জের শিবালয় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম রেজার বহিষ্কারাদেশ। কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন স্বাক্ষরিত এক পত্রে তার এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভায় সেলিম রেজার বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি আনুষ্ঠানিক ভাবে জানানো হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে দুপুরে আরিচা ঘাটে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সমাবেশে উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার সুমনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জনি, রফিকুল ইসলাম চৌধুরী রানা, শাকিব খান প্রমূখ।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সেলিম রেজার বিরুদ্ধে দুই নারীসহ তিনজনকে মারধর ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়ার অভিযোগে শিবালয় থানায় একটি মামলা হয়। এ বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি।

বি.এম খোরশেদ/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।