গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী গ্রেফতার


প্রকাশিত: ১২:১৪ পিএম, ১০ মার্চ ২০১৬

গণসংযোগকালে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা প্রামানিক রাজুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা প্রামানিক রাজু ঝিনিয়া এমএ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।

দহবন্দ ইউনিয়নের জরমনদী গ্রামে নির্বাচনী গণসংযোগকালে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি স্থানীয় জামায়াত নেতা হলেও এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা রাজু ধুমাইটারী গ্রামের আবুল হোসেন প্রামানিকের ছেলে। জামায়াতের এ নেতার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা থাকলেও বর্তমানে তিনি জামিনে রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) ইসরাইল হোসেন জানান, রাজুর বিরুদ্ধে দ্রুত বিচার আইনের মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

অমিত দাশ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।