বগুড়ায় বাসচাপায় কলেজশিক্ষক নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০১:২০ পিএম, ২৪ মে ২০২৩
ফাইল ছবি

বগুড়ায় পৌর শহরে বাসচাপায় হাফিজুর রহমান (৫৫) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।

বুধবার (২৪ মে) সকাল ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ঝোপগাড়িতে দুর্ঘটনাটি ঘটে। নিহত হাফিজুর বগুড়ার ধুনটের মিজান সরকারের ছেলে ও দিনাজপুর ঘোড়াঘাট সরকারি ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক। তবে তিনি বগুড়া শহরের উপশহর এলাকায় বাসাভাড়া নিয়ে থাকতেন।

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সুজন মিঞা জাগো নিউজকে বলেন, কলেজ শিক্ষক হাফিজুর সকালে কর্মস্থলে যাওয়ার জন্য ঝোপগাড়িতে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় রংপুর থেকে ঢাকাগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইন্সপেক্টর সুজন মিঞা আরও বলেন, স্থানীয়দের সহায়তায় ঘাতক বাস জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক সম্ভব হয়নি। এ ঘটনায় হাইওয়ে পুলিশ ব্যবস্থা নেবে।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।