পড়ে থাকা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়ির পাশে ছাগল চরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রনজিতা রাণী (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ মে) দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামের শীলপাড়ায় এ ঘটনা ঘটে। রনজিতা রাণী ওই গ্রামের সুভাষ চন্দ্র বর্মনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে গৃহবধূ রনজিতা রাণী ছাগল নিয়ে বাড়ির পেছনে বাঁধার জন্য যান। এসময় মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে তার শরীর জড়িয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে স্থানীয় চিকিৎসক গিয়ে রনজিতা রাণীকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সুন্দরগঞ্জের বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এম এ আজিজ বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, বিদ্যুতের তারে জড়িয়ে রনজিতা রাণী নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
শামীম সরকার শাহীন/এফএ/এমএস