কেন্দুয়ার ইউপি প্রার্থীরা ভোটার ছেড়ে কেন্দ্রীয় নেতাদের দ্বারে


প্রকাশিত: ০২:০৩ পিএম, ১০ মার্চ ২০১৬

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন লাভের আশায় এলাকা ছেড়ে ঢাকায় তদবিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা। নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও তৃতীয় ধাপে আগামী ২৩ এপ্রিল এ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার ১৩টি ইউনিয়নের প্রায় শতাধিক চেয়ারম্যান প্রার্থী দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরীর কাছে জমা দেন। পরে ইউনিয়ন, উপজেলা ও জেলা আওয়ামী লীগের নেতাদের মতামতের ভিত্তিতে এক বা একাধিক প্রার্থীর নাম কেন্দ্রে প্রেরণ করা হয় বলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম জানান।

এদিকে, চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা কেন্দ্রে পাঠানোর পরপরই সম্ভাব্য প্রার্থীরা এলাকা ছেড়ে ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তদবিরে ব্যস্ত হয়ে পড়েন। এই প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ায় দলীয় মনোনয়ন নিশ্চিত করার জন্য ভোটারের দ্বার ছেড়ে সর্বোচ্চ কৌশল ও চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। দলীয় মনোনয়ন নিশ্চিত হলেই নির্বাচনে বিজয়ী হবেন বলে ধারণা করছেন মনোনয়ন প্রার্থী নেতারা।

এদিকে কয়েকটি ইউনিয়নে ঘুরে ভোটারদের কাছ থেকে জানা গেছে, দলীয় প্রতীকে নির্বাচন হবার কারণে ভোটারদের কদর অনেকটা কমে গেছে বলে অভিমত প্রকাশ করেছেন সচেতন ভোটার।

আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম বাঙালি ও আনোয়ারুল হক তালুকদার কনকের মুঠোফোনে যোগাযোগ করলে তারা ঢাকায় অবস্থান করছেন বলে জানায়। এছাড়া অন্য প্রার্থীরাও ঢাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন বলে খোঁজ নিয়ে জানা গেছে।

কামাল হোসাইন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।