মাদকাসক্ত স্বামীকে কারাগারে পাঠাতে স্ত্রীর আবেদন
গাইবান্ধার সাদুল্লাপুরে মাদকাসক্ত স্বামীর নির্যাতন থেকে বাঁচতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেছেন স্ত্রী। বুধবার (২৪ মে) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে স্বামীকে কারাগারে পাঠানোর আবেদনের কপি হাতে দেখা যায় তাকে।
এরআগে ১৮ মে স্বামীর নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে ও মাদক সেবন থেকে ফিরিয়ে আনার জন্য স্বামীকে কারাগারে রাখতে ইউএনওর বরাবর লিখিত আবেদন করেছেন হামিদা বেগম।
ভুক্তভোগী জানান, উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর গ্রামের বাসিন্দা সাজু মিয়া আশারু। তিনি একসময় দিনমজুরের কাজ করে পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করতেন। এরমধ্যে গাঁজাসহ বিভিন্ন মাদকে আসক্ত হয়ে পড়েন। সংসারে শুরু হয় টানাপোড়েন। জীবিকার তাগিদে আমি কৃষিশ্রমিক হিসেবে বা কখনো অন্যের বাড়িতে কাজ করি। এ পারিশ্রমিক দিয়ে কোনোমতে সংসার চালানোর চেষ্টা করছি।
আরও পড়ুন: ছেলের অত্যাচারে পালিয়ে বেড়াচ্ছেন মা-বাবা
তিনি জানান, বসতভিটা ছাড়া আর কোনো সহায় সম্বল নেই আমাদের। স্বামী একসময় দিনমজুরি করে আমাদের ভালোই চলছিল। এরমধ্যে তিনি মাদক সেবনে জড়িয়ে পড়েন। মাদকের টাকা না দিলে বেধড়ক মারধর করে নানাভাবে নির্যাতন করেন। তাই স্বামীকে কয়েক মাস কারাগারে রাখলে ফিরতে পারে মাদক থেকে। এ জন্য ১৮ মে ইউএনওর বরাবর লিখিত আবেদন করেছি।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বামীর বিরুদ্ধে হামিদা বেগমের একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি থানায় পাঠিয়ে দিব নিয়মিত মামলার জন্য।
শামীম সরকার শাহীন/আরএইচ/জিকেএস