মুক্ত আকাশে ফিরে গেলো ১৫০ মুনিয়া পাখি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ২৪ মে ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫০টি মুনিয়া পাখি উদ্ধার করে অবমুক্ত করেছে বিজিবি।

বুধবার (২৪ মে) সকালে চাঁপাইনবাবঞ্জ শহরের মহানন্দা সেতু চেকপোস্টে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়। দুপুরে এগুলো অবমুক্ত করা হয়।

সন্ধ্যায় ৫৩ বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে দুটি বক্সে মালিকানাধীন অবস্থায় ১৫০টি মুনিয়া পাখি পাওয়া যায়। পরে টহলদল বাসের যাত্রীদের কাছে পাখির মালিকানার বিষয়ে জানতে চাইলে কেউ স্বীকার করেননি। এজন্য পাখিগুলো জব্দ করা হয়। পরে দুপুর ১২টার দিকে অবমুক্ত করা হয়েছে।

সোহান মাহমুদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।