বাচ্চার খাবার কিনতে গিয়ে নিখোঁজ মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ২৫ মে ২০২৩

ঝালকাঠির রাজাপুরে বাচ্চার খাবার কিনতে গিয়ে লিজা আক্তার (২৩) নামের এক তরুণী নিখোঁজ হয়েছেন। ২২ মে সকালে উপজেলার পিংড়ি এলাকার বাবার বাড়ি থেকে রাজাপুরে যাওয়ার সময় তিনি নিখোঁজ হন।

নিখোঁজের ঘটনায় লিজার বাবা বাদল হাওলাদার ২৫ মে রাজাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আরও পড়ুন: নিখোঁজ দুই তরুণী উদ্ধার 

লিজার বাবা বাদল হাওলাদার জানান, সোমবার সকালে বাচ্চার খাবার দুধ কেনার করার জন্য লিজা রাজাপুর বাজারে রওনা হয়। পরে সে বাড়িতে ফেরত না আসায় তার ফোনে যোগাযোগের চেষ্টা করি। কিন্তু সেটি বন্ধ পাওয়া যায়। সে একটি নম্বরে মাঝে মাধ্যে কথা বলতো। অজ্ঞাত ওই ব্যক্তি তাকে অপহরণ করতে পারে।

রাজাপুর থানার এসআই হেলাল উদ্দিন জানান, তরুণী নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বাবা বাদল হাওলাদার। এ ঘটনায় আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

আতিকুর রহমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।