প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ২৫ মে ২০২৩
ফাইল ছবি

বগুড়ার ধুনট উপজেলায় পারিবারিক অশান্তির জেরে সৌদি প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে মৌসুমী আক্তার (৩০) নামে এক গৃহবধূ বিষাক্ত গ্যাস ল্যাবলেট (বিষ) সেবনে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরের দিকে ধুনট উপজেলার কলেরপাড়া ইউনিয়নের কান্তনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মৌসুমী আক্তার উপজেলার কান্তনগর গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদী আরবে অবস্থান করছেন। প্রায় ২ বছর পর এক মাস আগে সৌদী আরবের কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন। বাড়িতে অবস্থানকালে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। এক পর্যায়ে ১৮ মে সৌদী আরবে কর্মস্থলে ফিরে যান জাহাঙ্গীর আলম।

এ অবস্থায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মৌসুমী আক্তার মোবাইল ফোনে ভিডিও কলে স্বামীর সঙ্গে কথা বলছিলেন। এক পর্যায়ে পারিবারি বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এ সময় স্বামীর ওপর ক্ষুব্ধ হয়ে মৌসুমী আক্তার বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার এসআই রোম্মান হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে মৌসুমী আক্তারের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।