চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ২৫ মে ২০২৩
ফাইল ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় তহুরা খাতুন (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তহুরা খাতুন উপজেলার বেলগাছি গ্রামের মালিথাপাড়ার মৃত আব্দুস সাত্তারের স্ত্রী।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, দুপুরে তহুরা খাতুন বাড়ির সামনের রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গার একটি ক্লিনিকে ও পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া হাসপাতালে নেয় স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।

হুসাইন মালিক/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।