ঋণের ভার বইতে না পেরে মৃত্যুকে বেছে নিলেন ভ্যানচালক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ২৬ মে ২০২৩

ঝালকাঠির নলছিটিতে ঋণের ভার বইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন ভ্যানচালক মো. ইউসুফ আলী মৃধা। শুক্রবার (২৬ মে) সকালে নিজ বসতঘরের পাশের কৃষিজমি থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, উপজেলার পৌর এলাকার সারদল গ্রামের হাকিম মৃধার ছেলে ইউসুফ আলী মৃধা (৪৫) বৃহস্পতিবার রাতে বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন খুঁজতে বের হন। এ সময় বাড়ির পাশে কৃষি জমিতে তাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান তারা। তার মুখ থেকে ফেনা বের হচ্ছিল বলে তারা জানান। পরে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজনের ধারণা তিনি বিষাক্ত কিছু পান করেছেন।

নিহতের ভাই ইউনুস মৃধা জানান, ইউসুফ বিভিন্ন এনজিওর কাছ থেকে প্রায় তিন লক্ষাধিক টাকা ঋণ নিয়ে নিজের বসতঘর তৈরি করেন। এসব নিয়ে বেশ চিন্তিত ছিলেন। বৃহস্পতিবার বিকেলে বেশ কয়েকজন এনজিওকর্মী বাড়িতে কিস্তির জন্য এসে তাকে খুঁজে গিয়েছেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আতিকুর রহমান/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।