ধান মাড়াই দেখতে গিয়ে প্রাণ গেল শিশুর

ফাইল ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধান মাড়াইয়ের সময় কলের যন্ত্রাংশ ছুটে গিয়ে তাসমিয়া তাবাসসুম সোহা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কামদিয়া ইউনিয়নের বড়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। সোহা ওই গ্রামের সাইফুজ্জামান টগরের মেয়ে।
স্বজনরা জানান, পাশের বাড়ির উঠানে ডিজেলচালিত শ্যালোমেশিন দিয়ে ধান মাড়াই করার সময় যন্ত্রাংশ ছুটে গিয়ে ওই শিশুর মাথায় লাগে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
কামদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী জানান, সোহা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ওই পরিবারকে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
শামীম সরকার শাহীন/আরএইচ/এমএস