রোগীর পেট থেকে একে একে বেরিয়ে এলো ১৫ কলম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০:৪৬ পিএম, ২৭ মে ২০২৩
রোগীর পেট থেকে কলম বরে করেন চিকিৎসক

 

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল মোতালেব (৩৫) নামে এক মানসিক রোগীর পেট থেকে ১৫টি কলম বের হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (২৭ মে) দুপুর ২টার দিকে হাসপাতালের সার্জারি বিভাগীয় প্রধান ডা. জাহিদুল ইসলাম ও কনসালটেন্ট ডা. আমিনুল ইসলাম অস্ত্রোপচার ছাড়া অ্যান্ডোস্কপির মাধ্যমে কলমগুলো বের করেন। আব্দুল মোতালেব বেলকুচি উপজেলার খুকনি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

রাত ১০টার দিকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সায়ফুল ফেরদৌস মুহাম্মদ খায়রুল আতাতুর্ক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই যুবক মানসিক রোগী ছিলেন। বিভিন্ন সময় রাস্তা থেকে কুড়িয়ে খাদ্য ভেবে কলমগুলো খেয়ে ফেলেছিলেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তবে সুস্থ অবস্থায় আছেন।

এম এ মালেক/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।