গরুর খাবারের গামলায় ভাসছিল নবজাতকের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ১২:৩৬ এএম, ২৮ মে ২০২৩
গরুর খাবারের গামলা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়

রাজশাহীতে গরুর খাবারের গামলা থেকে আয়েশা নামে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের বগপাড়া গ্রামে গোয়ালঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিশু আয়েশা ওই গ্রামের তানিয়া খাতুনের মেয়ে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা জাগো নিউজকে বলেন, শোবার ঘরে শিশুটিকে ঘুমে রেখে বাথরুমে যান তানিয়া খাতুন। বাথরুম থেকে পাশের বাড়িতে কুকুরের কামড়ের কথা শুনে সেখানে যান। এরপর পাশের বাড়ির সুমনের স্ত্রী রোজিনা তানিয়াকে ডাকতে এসে গোয়ালঘরে গরুর খাবারের গামলায় বাচ্চাটিকে ভেসে থাকা অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন নবজাতককে মৃত অবস্থায় উদ্ধার করেন।

ওসি আরও বলেন, এ ঘটনায় এখনো কিছু জানা যায়নি। জিজ্ঞাসাবাদ শেষে বুঝা যাবে এটি হত্যা নাকি দুর্ঘটনা জানা যাবে। মামলার প্রস্তুতি চলছে।

সাখাওয়াত হোসেন/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।