চালের বস্তায় মিললো ৩৮ লাখ টাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২৮ মে ২০২৩

লালমনিরহাট সদর উপজেলার তিস্তা টোল প্লাজায় ঢাকাগামী একটি বাস তল্লাশি করে চালের বস্তায় ৩৮ লাখ টাকা জব্দ করেছে পুলিশ।

রোববার (২৮ মে) দুপুরে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় নিয়মিত তল্লাশির সময় চালের বস্তা থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।

jagonews24

এ ঘটনায় মমিনুর ইসলাম (৩২) নামের একজনকে আটক করা হয়েছে। তার বাড়ি কুড়িগ্রামের উলিপুরের কিশামত গ্রামে।

পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের ওই বাসটিতে টোল প্লাজায় তল্লাশি করা হয়। এসময় একটি চালের বস্তা দেখে সন্দেহ হয় পুলিশের। পরে বস্তা খুলে এর ভেতরে ৩৮ লাখ টাকা উদ্ধার করা হয়। এসময় বস্তার মালিক মমিনুর ইসলামকে আটক করে পুলিশ।

jagonews24

লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) আঙ্গুর বলেন, টাকা উদ্ধারের পর আটক ব্যক্তি দাবি করেন, এগুলো তার মামার কনস্ট্রাকশন কাজের লেনদেনের টাকা। তিনি ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। তার কথামতো বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, একটি চালের বস্তা থেকে ৩৮ লাখ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

 

রবিউল হাসান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।