রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অটোরিকশার ধাক্কায় ছমিরুন বেগম (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার (২৮ মে) দিনগত রাতে সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছমিরুন ওই এলাকার মো. গিয়াসউদ্দিনের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে বার্মাস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা ওই নারীকে ধাক্কা দেন। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক জাগো নিউজকে জানান, দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ অটোরিকশাটি আটক করে থানায় নিয়ে এসেছে। তবে চালক পলাতক। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
রাশেদুল ইসলাম রাজু/এমকেআর