সৈয়দপুরে দুই পেট্রোলপাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ২৯ মে ২০২৩

নীলফামারীর সৈয়দপুরে পরিমাপে পেট্রোল, অকটেন ও ডিজেল কম দেওয়ায় এবং ট্যাংকলরির ভেরিফিকেশন সনদ না থাকায় দুই পেট্রোলপাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই।

সোমবার (২৯ মে) নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পার্বতীপুর রোডের মেসার্স রওশন অ্যান্ড রজব ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা এবং মেসার্স খালেক ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তেলের মান যাচাইয়ের লক্ষ্যে পাম্পগুলোর পেট্রোল, অকটেন ও ডিজেলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়।

jagonews24

অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও পরিদর্শক (মেট্রোলজি উইং) মো. হাফিজুর রহমান।

জনস্বার্থে বিএসটিআইয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।