ভৈরবে ইমাম নিয়োগ নিয়ে ফের সংঘর্ষ, আহত ১৫

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ১০:০৬ পিএম, ২৯ মে ২০২৩
ফাইল ছবি

কিশোরগঞ্জের ভৈরবে ইমাম নিয়োগ নিয়ে ফের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। এদের মধ্যে দুজনের অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সোমবার (২৯ মে) দুপুরে উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুরা মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দ্বন্দ্বে শুক্রবার (২৬ মে) দুপুরে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এলাকার নসব আলী ও বাবইরার বাড়ীর বংশের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নসব আলীর বাড়ীর লোকজন আ. আওয়াল নামের একজন ইমামকে মসজিদে নিয়োগ দিয়েছেন। কিন্তু বাবইরার বাড়ীর লোকজন তাকে মানতে রাজি নন। এরই জের ধরে আজ সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এ বিষয়ে নসব আলী মিয়াবাড়ীর পক্ষের লোক মাসুদ মিয়া বলেন, নবনির্মিত মসজিদের বিষয়ে ইমামের কাছে হিসাব চাইলে তিনি হিসাব দেন। এতে চার হাজার ২০০ টাকা হিসাবে গড়মিল হয় এবং মসজিদে একটি পুরাতন ফ্যান ইমাম তার বাড়িতে নিতে চান। এ নিয়ে মসজিদ কমিটির সদস্যদের মধ্যে গ্রুপিং তৈরি হয়। পরে সংঘর্ষের ঘটনা ঘটে।

আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, ‘ইমামের বিরুদ্ধে নবনির্মিত মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। মুসল্লিরা তাকে মসজিদ থেকে চলে যেতে বললে তিনি বংশের লোক নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। তিনি কোনোভাবেই মসজিদ থেকে যেতে চাচ্ছেন না। তিনি মসজিদে থাকার জন্যই বারবার সংঘর্ষ হচ্ছে।’

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ধর্মীয় বিষয় নিয়ে সংষর্ঘ হয়। ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থতি শান্ত রয়েছে।

রাজীবুল হাসান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।