চাচার ফার্মেসিতে কাজ করে ‘মা ও শিশু বিশেষজ্ঞ’ বলে প্রচার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভুয়া ডিগ্রি ব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির দায়ে জানে আলম (৪০) নামের এক ভুয়া চিকিৎসককে এক বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৯ মে) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের ধন্দিবাজারের এ অভিযান পরিচালনা করা হয়। সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম অভিযানে নেতৃত্ব দেন।
দণ্ডিত জানে আলম উপজেলার জামপুর ইউনিয়নের কদমতলী গ্রামের নুরুল আমিনের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম জানান, ভুয়া চিকিৎসক জানে আলম বন্দর উপজেলায় তার চাচার ফার্মেসিতে সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করেন। পরে নিজের এলাকায় গিয়ে নিজেকে ‘মা ও শিশু বিশেষজ্ঞ’ বলে প্রচার করেন এবং রোগী দেখা শুরু করেন। এছাড়া চিকিৎসার বিভিন্ন ভুয়া উপাধি ব্যবহার করতেন তিনি। বৈধ কাগজপত্রাদি দেখাতে ব্যর্থ হওয়ায় তাকে ভ্রাম্যমাণ আদালতে এক বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রাশেদুল ইসলাম রাজু/এসআর/জিকেএস