সুনামগঞ্জে শাবলের আঘাতে বড়ভাই খুন
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে বড়ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতের ছোটভাই খুন হয়েছেন।
সোমবার (২৯ মে) রাতে উপজেলার উত্তর ইউনিয়নের ধানুয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরু মিয়া মৃত সুলতু মিয়ার ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে নুর মিয়ার সঙ্গে বড়ভাই তাজুল ইসলামের স্ত্রী ও মেয়ের সঙ্গে জায়গা সংক্রান্ত বিরোধের জের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাজুলের শাবলের আঘাত গুরুতর আহত হন নূর মিয়া। তাকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জামালগঞ্জ থানার ডিউটি কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সৌরভ দাস জাগো নিউজকে বলেন, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনা ঘটেছে। পুলিশ জড়িতদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে। নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
লিপসন আহমেদ/এসজে/এমএস