রাজবাড়ীতে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উদ্বোধন


প্রকাশিত: ০১:১৬ পিএম, ১১ মার্চ ২০১৬

রাজবাড়ীর কালুখালী উপজেলাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের উদ্বোধন করা হয়েছে। পরে জাতির জনকের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

শুক্রবার দুপুরে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন
এ ভাস্কর্য উদ্বোধন করেন।

ভাস্কর্যটি রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিমের পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে নির্মিত হয়েছে। কারিগরী সহায়তায় ছিলো কালুখালী স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর ও বাস্তবায়নে কালুখালী উপজেলা পরিষদ।

এসময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক জিনাত আরা, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলাম, কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান প্রমুখ।

রুবেলুর রহমান/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।