কিশোরগঞ্জে শব্দ দূষণের দায়ে পাঁচ যানবাহনকে জরিমানা

কিশোরগঞ্জে শব্দ দূষণের দায়ে পাঁচটি যানবাহনকে জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩০ মে) বিকেলে সদর উপজেলার জেলখানা মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
জানা গেছে, শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের আওতায় পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে পাঁচটি যানবাহনকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাত। এতে প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক নয়ন কুমার রায়। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের একটি টিম এতে সহযোগিতা করে। এসময় শব্দ দূষণ রোধকল্পে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক নয়ন কুমার রায় বলেন, কিশোরগঞ্জে শব্দ দূষণের দায়ে পাঁচটি যানবাহনকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন কার্যক্রম চলমান থাকবে।
এসকে রাসেল/এমআরআর/এমএস