নৌপুলিশের মামলা

মুন্সিগঞ্জ বিএনপির যুগ্ম আহ্বায়ক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ৩১ মে ২০২৩
মুন্সিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ

মৎস্য আইনে নৌপুলিশের করা মামলায় মুন্সিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ গ্রেফতার হয়েছেন।

বুধবার (৩১ মে) দুপুর ১টার দিকে সদর উপজেলার মুক্তারপুর গোসাইবাগ এলাকা থেকে তাকে আটক করে সদর থানা পুলিশ। মহিউদ্দিন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাইয়ের সহোদর।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। জাগো নিউজকে তিনি বলেন, নৌপুলিশের করা একটি মামলার তদন্তের দায়িত্ব ছিল আমাদের। ওই মামলায় মহিউদ্দিন আহমেদকে আজ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ওই মামলা ছাড়াও মারামারি, পুলিশ নির্যাতনসহ আরও অনেক মামলা আছে।

মুক্তারপুর নৌপুলিশের ইনচার্জ আব্দুস সোবহান জাগো নিউজকে বলেন, ২১ মে গোসাইবাগ এলাকায় মহিউদ্দিন আহমেদের মালিকানাধীন কারখানা অভিযান চালিয়ে ৩ কোটি ১১ লাখ মিটার কারেন্টজালসহ নিষিদ্ধ চায়না জাল জব্দ করা হয়। অভিযানের সময় পালিয় যান বিএনপি নেতা মহিউদ্দিন আহমেদ। কারেন্টজাল উৎপাদনে জড়িত থাকায় মৎস্য আইনে মহিউদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে।

আরাফাত রায়হান সাকিব/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।