নারায়ণগঞ্জে ২ ইটভাটাকে অর্ধলাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:০২ পিএম, ৩১ মে ২০২৩

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চররাজাপুর ও পূর্ব গোপালনগর এলাকায় দুই ইটভাটাকে অর্ধলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩১ মে) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা খানমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ইটভাটাগুলো পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের ইট পোড়ানো লাইসেন্স ব্যতীত পরিচালিত হচ্ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা খানম বলেন, বক্তাবলী ইউনিয়নের চররাজাপুর এলাকার মেসার্স তোহা ব্রিকসকে ২৫ হাজার টাকা ও পূর্ব গোপালনগর এলাকার মেসার্স বিসমিল্লাহ ব্রিকসকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এ দুই ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া চররাজাপুর এলাকার মেসার্স নবীন ব্রিকস ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।

মোবাশ্বির শ্রাবণ/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।