গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে ফুল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত ফুল মিয়া সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দের নয়ারহাট গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস নলডাঙ্গা স্টেশনে ঢোকার সময় লাইনের পাশে দাঁড়িয়েছিলেন ফুল মিয়া। এসময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
শামীম সরকার শাহীন/এমআরআর/এএসএম