চেয়ারম্যান নিজামুল হক
‘সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলে প্রথমে প্রেস কাউন্সিলে হবে’

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলে গ্রেফতারসহ নানারকম হয়রানির শিকার হয়। প্রেস কাউন্সিলের মামলা গ্রহণ বা কোন আদালতে মামলা হবে তা সুপারিশের ক্ষমতা থাকলে সাংবাদিকরা হয়রানি হতেন না। তাই এখন বলা হচ্ছে, সাংবাদিকদের বিরুদ্ধে যেসব মামলা হবে তা প্রেস কাউন্সিলে হোক। তবে এতে লিগ্যাল কতগুলো বাধা আছে। সব অপরাধের বিচার প্রেস কাউন্সিলে হবে না।
শুক্রবার (২ জুন) চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত সেমিনার ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলে তা প্রথমে প্রেস কাউন্সিলে হবে। প্রেস কাউন্সিল দেখার পর মামলাটি অপরাধ বিবেচনায় সংশ্লিষ্ট আদালতে পাঠাবে। কারণ সংবাদ সংক্রান্ত মামলা যদি না হয় তাহলে প্রেস কাউন্সিল সেই মামলার বিচার করবে না।
প্রেস কাউন্সিলের আয়োজনে জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ‘প্রেস কাউন্সিল আইন-১৯৭৪ ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন অবহিতকরণ’ শীর্ষক এ সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সেমিনারে তথ্য অধিকার আইন-২০০৯ নিয়ে আলোচনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. মাসুদ খাঁন।
সেমিনার ও মতবিনিময় সভার সভাপতিত্ব করেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উঁরাও।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, জেলা তথ্য কর্মকর্তা মো. ওহিদুজ্জামান প্রমুখ।
সোহান মাহমুদ/এসআর/এএসএম