৮ দিনেও খোঁজ মিলেনি সোহেলের
৮ দিন আগে ঢাকার মুগদা থানার উত্তর মানিকনগর এলাকা থেকে নিখোঁজ হয় মাদরাসা ছাত্র মো. সোহেল (১৫)। ৮ দিন পার হলেও খোঁজ মিলেনি তার।
জানা গেছে, গত ৪ মার্চ বিকেলে মসজিদে নামাজ পড়ার কথা বলে সে বাসা থেকে বের হয়। সোহেলের বাবা হাসান আলী একজন ভ্যানচালক। সোহেল ঢাকার সাইনবোর্ড এলাকায় জাবালে নূর তাহফিজুল কুরআন মাদরাসার হেফজো বিভাগের ছাত্র।
ছেলের একটি ছবি হাতে নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ফিরছেন দরিদ্র হাসান আলী। শনিবার তিনি এসেছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবে। ছেলের ছবি দেখিয়ে কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, নিখোঁজের পর থেকেই বাসার সবাই পাগলপ্রায়। নিজেও কাজকর্ম বাদ দিয়ে ছেলেকে খুঁজে ফিরছেন। নিখোঁজের পর দিনই বড় ছেলে রফিকুল ইসলাম রুবেল মুগদা থানায় একটি সাধারণ ডায়েরি ( জিডি নং-২১৩) করেছেন। কিন্তু ছেলের সন্ধান মিলছে না।
হাসান আলী জানান, টাঙ্গাইলের এক ফকির তাকে বলেছেন মানিকগঞ্জে তার ছেলেকে পাওয়া যাবে। এ কারণেই খুঁজতে এসেছেন। মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় মাইকিংও করেছেন তিনি। ছেলের সন্ধান পেতে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি। এক পর্যায়ে এই প্রতিবেদকের হাতে-পায়ে জড়িয়ে ধরেন অসহায় বাবা হাসান আলী।
জিডিতে উল্লেখ করা হয়েছে, নিখোঁজ সোহেলের মুখ মণ্ডল গোলাকার, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, উচ্চতা ৪ ফুট ৯ ইঞ্চি। পরনে ছাই রংয়ের পাঞ্জাবী-পাজামা ও মাথায় সাদা রংয়ের টুপি ছিল।
বি.এম খোরশেদ/এসএস/এবিএস