আশুগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে ককটেল হামলা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার মধ্যরাতে উপজেলার আড়াইসিধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী আ.লীগের বিদ্রোহী চেয়াম্যান প্রার্থী কামরুল হাসান মোবারকের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে আশুগঞ্জ থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার মধ্যরাতে উপজেলার আড়াইসিধা ইউনিয়নের ভবানীপুর গ্রামে একটি মোটরসাইকেলে করে দুই যুবক কামরুল হাসান মোবারকের বাড়ির প্রধান ফটকের সামনে পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পরপরই ওই দুই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে একই ইউনিয়নে আ.লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিমের বাড়ির সামনেও ককটেল হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন আ.লীগ প্রার্থী ডা. সেলিম। তবে পুলিশ এবিষয়ে কিছু জানাতে পারেনি।
আজিজুল আলম সঞ্চয়/এফএ/এমএস