বিএনপি প্রার্থীর বাড়িতে ছাত্রলীগের হামলা : আহত ১০
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী এসএম মঞ্জুর হোসেন মিলনের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে চেয়ারম্যান প্রার্থীর স্ত্রী খালেদা বেগমসহ (৪০) ১০ জন আহত হয়েছেন। শনিবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলা ছাত্রলীগের সম্পাদক লুৎফর রহমান দীপের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়।
বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী এসএম মঞ্জুর হোসেন মিলনের স্বজনরা অভিযোগ করেন, ছাত্রলীগের নেতাকর্মীরা শতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়ে মিলনের বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এ সময় তার ব্যানার পোস্টারে অগ্নি সংযোগ করে। বাধা দিতে গেলে মিলনের স্ত্রী খালেদা বেগম (৪০), মিনারা বেগম (৩০), সাথী আক্তার (১৮), সেনোরা বেগম (৪৫), কুলসুম বেগম (৪৮), রোকেয়া বেগম (৫০), মাসুদা বেগমসহ (৬০) ১০ নারী আহত হন।
গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান দীপ অভিযোগ অস্বীকার করে বলেন, নৌকা প্রতীকে তাদের দলীয় প্রার্থীর সমর্থনে মিছিল ও গণসংযোগ করছিলেন তারা। এ সময় মোটরসাইকেল বহরের পেছন থেকে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকরা হামলা করে ৪টি মোটরসাইকেল ভাঙচুর ও কর্মীদের আহত করে। এ ঘটনা ধামাচাপা দেয়ার জন্য নিজেরা বাড়িতে ভাঙচুর করে ঘটনা ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করছেন।
গৌরনদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, তারা খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছেন। সব জেনে আইনগত ব্যবস্থা নেবেন।
সাইফ আমীন/এসএস/এমএস