টিপসইয়ে মায়ের ৬০০ কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:২৬ পিএম, ০৪ জুন ২০২৩

বগুড়ায় ৬০০ কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগটি করেছেন বগুড়ার সরিফ শিল্প গ্রুপের স্বত্বাধিকারী মৃত দেলওয়ারা বেগমের বড় মেয়ে আকিলা সরিফা সুলতানা।

শনিবার (৩ জুন) রাতে বগুড়া সদর থানায় তিনি অভিযোগটি করেন।

বোন ও বোন জামাইদের বিরুদ্ধে সম্পত্তি, এফডিআর, শিল্পপণ্যের কাঁচামাল, ৪০০ ভরি সোনাসহ প্রায় ৬০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগটি করেন আকিলা সরিফা। পুলিশ অভিযোগটি খতিয়ে দেখছে।

অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের ৩ মে রাতে বাদীর মা দেলওয়ারা বেগমের মৃত্যু হয়েছে বলে সংবাদ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বড় মেয়ে আকিলা সরিফা, তার স্বামী আনোয়ার হোসেন রানা ও তাদের সন্তানরা তার মরদেহ দেখতে গেলে তাদের দেখানো হয়নি। মৃত্যু নিয়ে সন্দেহ হলে পরের দিন তড়িঘড়ি করে দেলওয়ারা বেগমের দাফন সম্পন্ন করা হয়।

দেলওয়ারা বেগমের মৃত্যু রহস্যজনক হওয়ায় ছয়দিন পর ৯ মে বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা করেন আকিলা সরিফা সুলতানা। ওই মামলাটি তদন্তকালে আকিলা সরিফা জানতে পারেন, গত ২৭ এপ্রিল তার মা দেলওয়ারা বেগমের ৪০০ ভরি সোনার গহনা, ভূ-সম্পত্তি, বিড়ি তৈরির জন্য ক্রয় করা তামাকের মজুত, ব্যবসাপ্রতিষ্ঠানসহ স্থাবর, অস্থাবর, নগদ অর্থ ও এফডিআরসহ আনুমানিক ৬০০ কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নিয়েছেন তার আপন তিন বোন ও তাদের স্বামীরা।

আকিলা সরিফার অভিযোগ, তাকে বাদ রেখে অন্য তিন মেয়েকে টিপসইয়ের মাধ্যমে সম্পত্তি লিখে দেওয়ার ঘটনাটি মিথ্যা। তার মা দেলওয়ারা বেগম সব কাজে নিজের সই ব্যবহার করতেন। তার সব সম্পত্তি আত্মসাতের জন্য এ টিপসইয়ের নাটক সাজানো হয়েছে।

বগুড়া সদর থানায় করা অভিযোগে মৃত দেলওয়ারা বেগমের মেয়ে নাদিরা সরিফা বিলকিস ও তার স্বামী আবুল হোসেন খোকন, তৌহিদা সরিফা শান্তনা ও তার স্বামী মোফাজ্জল হোসেন রঞ্জু, মাহবুবা সরিফা আমেনা ও তার স্বামী ফেরদৌস আলম ফটু ও কানিজ ফাতেমা নামে আরেকজন।

এ বিষয়ে আকিলা সরিফার বোন জামাই মোফাজ্জল হোসেন রঞ্জু বলেন, এগুলো মিথ্যা অভিযোগ। এ বিষয়ে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেবো।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।