লোকালয়ে দলছুট হনুমান
জামালপুরের মাদারগঞ্জে লোকালয়ে চলে এসেছে একটি হনুমান। হনুমানটি কখনো গাছে কখনো বাড়ির চালে লাফিয়ে বেড়াচ্ছে। প্রাণীটি হঠাৎ লোকালয়ে চলে আসায় উৎসুক জনতা দেখতে ভিড় করছেন।
শনিবার (৩ জুন) উপজেলার গুনারিতলা ইউনিয়নের জাংগালিয়া গ্রামের জাংগালিয়া বাজারের পাশে একটি বাড়িতে সন্ধ্যা পর্যন্ত হনুমানটি দেখা যায়। সাধারণ মানুষের ধারণা, খাবারের খোঁজে হয়তো এটি লোকালয়ে চলে এসেছে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে হঠাৎ তারা হনুমানটি দেখতে পান। পরে এলাকাবাসীর চিৎকার-চেঁচামেচিতে প্রাণীটি আতঙ্কিত হয়ে পড়ে। ভয়ে জায়গা বদল করতে থাকে। অনেকে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে।
স্থানীয় যুবক রকিবুল ইসলাম জাগো নিউজকে বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত প্রাণীটিকে ওই এলাকাতেই দেখতে পান তিনি। এটিকে উদ্ধার করতে অনেকের সঙ্গে যোগাযোগও করেছেন কিন্তু কেউ সাড়া দেননি। এ বিষয়ে বনবিভাগের দৃষ্টি কামনা করেন তিনি।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম জাগো নিউজকে বলেন, প্রাণীটি দলছুট হয়ে লোকালয়ে চলে এসেছে। কয়েকদিন খাবার না দিলে সে এমনিতেই ওইখান থেকে চলে যাবে।
নাসিম উদ্দিন/এসআর/জিকেএস