নিখোঁজের চারদিন পর তরুণের অর্ধগলিত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে নিখোঁজের চারদিন পরে মো. ফারুক হোসেন (১৮) নামে এক তরুণের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৪ জুন) রাত ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের মথুমগপাড়া এলাকার একটি পাহাড়ি ঝোঁপ থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফারুক মাটিরাঙ্গার তবলছড়ি ইউনিয়নের হাজীপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকানির্বাহ করতেন।
জানা গেছে, রোববার বিকেলের দিকে দিকে এক নারী গরু আনতে গিয়ে ওই মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে আমতলী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল গনি পুলিশকে খবর দিলে রাত ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের মামা জানান, গত বুধবার (৩১ মে) সন্ধ্যায় দুইজন যাত্রী নিয়ে মাটিরাঙ্গা যাওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি। এরপর অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। পরে এ বিষয়ে তার বাবা মাটিরাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, খবর পেয়ে পুলিশ দুর্গম পাহাড়ি এলাকার জঙ্গল থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
মুজিবুর রহমান ভুইয়া/এমআরআর/এএসএম