ভোমরা দিয়ে দেশে এলো ৩০০ টন পেঁয়াজ

আমদানির অনুমতি প্রাপ্তির প্রথম দিনে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ১১ ট্রাক (৩০০ টন) ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে। সোমবার (৫ জুন) সন্ধ্যা সোয়া ৬টায় এসব ট্রাক বাংলাদেশের ভোমরা বন্দরে প্রবেশ করে।
জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতা মন্টু বিশ্বাস।
ভোমরা বন্দরের রাজস্ব কর্মকর্তা ইফতেখার হোসেন জাগো নিউজকে জানান, কয়েকজন ব্যবসায়ী আইপি (আমদানির অনুমতি পত্র) পেয়েছেন। সন্ধ্যায় ১১ ট্রাক পেঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশ করেছে।
আহসান রাজীব/এফএ/জেআইএম