ক্যানসার আক্রান্ত শিক্ষার্থীর পাশে শ্রমিক লীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৪ এএম, ০৬ জুন ২০২৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ক্যানসার আক্রান্ত দরিদ্র শিক্ষার্থী মাসুদ রানার (২২) পাশে দাঁড়িয়েছেন শ্রমিক লীগ নেতা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ। তিনি ওই শিক্ষার্থীর চিকিৎসার সব খরচ বহন করার প্রতিশ্রতি দিয়েছেন।

সোমবার (৫ জুন) রাতে শ্রমিক লীগ নেতা আতাউল্লাহ সিদ্দিক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্যানসার আক্রান্ত শিক্ষার্থী মাসুদ রানা উপজেলার চরফরাদী গ্রামের মৃত চান মিয়ার ছেলে। তিনি পাকুন্দিয়া ডিগ্রি কলেজের ছাত্র।

আতাউল্লাহ সিদ্দিক কিশোরগঞ্জ জেলা শ্রমিক লীগের উপদেষ্টা, ক্লারিয়ন ডিজাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ছমির-হালিমা ট্রাস্ট্রের প্রতিষ্ঠাতা।

খোঁজ নিয়ে জানা গেছে, মাসুদ রানার বাবা চান মিয়া অনেক আগেই মারা গেছেন। তার চার ভাই দিনমজুর। মাসুদ রানা সবার ছোট। হঠাৎ ক্যানসার ধরা পড়ে তার। মাসুদ রানা বর্তমানে রাজধানীর শ্যামলীর শান্তি ক্যানসার ফাউন্ডেশনে চিকিৎসাধীন।

তার চিকিৎসার জন্য তিন লাখ টাকার প্রয়োজন ছিল। তবে দরিদ্র মাসুদ রানার পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হচ্ছিল না। বিষয়টি জানতে পেরে শ্রমিক লীগ নেতা আতাউল্লাহ সিদ্দিক তার চিকিৎসার দায়িত্ব নেন।

শ্রমিক লীগ নেতা আতাউল্লাহ সিদ্দিক জাগো নিউজকে বলেন, আমার বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত ছমির-হালিমা ট্রাস্টের মাধ্যমে সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করছি। এ ট্রাস্টের মাধ্যমেই ক্যানসার আক্রান্ত অসহায় দরিদ্র শিক্ষার্থী মাসুদ রানার চিকিৎসার সব খরচ বহন করা হবে।

এসকে রাসেল/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।