ঈশ্বরদীতে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেলো বাবা-ছেলের

পাবনার ঈশ্বরদীতে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ জুন) দিনগত রাত ১২টায় উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১২টার দিকে দাশুড়িয়া ট্রাফিক মোড়ে অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাহাবুল আলম (৩০) ও তার ১৫ মাস বয়সী ছেলে আব্দুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অটোরিকশার চালকসহ আরও দুজন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার সান্যাল জাগো নিউজকে বলেন, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেখ মহসীন/এসজে/জেআইএম