কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইলেকট্রিক মিস্ত্রির

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. অনিক মিয়া (২৪) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
বুধবার (৭ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের হারেঞ্জা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিক মিয়া একই এলাকার নুরু মিয়ার ছোট ছেলে।
জানা গেছে, বুধবার দুপুরে হারেঞ্জা গ্রামের ইলেকট্রিক মিস্ত্রি অনিক মিয়া পাশের বাড়ির হাদিস মিয়ার সেচ মোটর মেরামত করতে যান। কাজ করার একপর্যায়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন অনিক। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হোসেনপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিদ্যুৎস্পৃষ্টে অনিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এসকে রাসেল/এমআরআর/এএসএম