আগুনে পুড়লো সাতক্ষীরা পৌরভবনের কাগজপত্র, কর্মচারী আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০১:১০ পিএম, ০৮ জুন ২০২৩

সাতক্ষীরা পৌরভবনে মধ্যরাতে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় জামশেদ নামে পৌরসভার এক কর্মচারী আহত হয়েছেন। বুধবার (৭ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

সাতক্ষীরা পৌরসভা সিইও নাজিম উদ্দীন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জার্মানির একটি সংস্থার অর্থায়নে পৌরসভার ভবনের দক্ষিণ পাশে তৃতীয় তলার কনফারেন্স রুম তৈরি করা হয়েছে। ওই ঘর থেকে আগুনের সূত্রপাত। তবে ওই রুমে এমন কোনো দ্রব্যাদি নাই যা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে বর্জ্য ব্যবস্থাপনা শাখার যাবতীয় কাগজপত্র পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে পৌরসভার কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্যে আগুন লাগানো হয়েছে।

আরও পড়ুন: ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জের পোশাক কারখানার আগুন 

পৌরসভা ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান জাগো নিউজকে বলেন, রাত ১২টা ১০ মিনিটে পৌরভবনে আগুন লাগার খবর শুনে তাৎক্ষণিক পৌরসভায় আসি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আগুন লাগার বিষয়ে তদন্ত কমিটি করা হবে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল আলিম জাগো নিউজকে বলেন, রাতে সাতক্ষীরা পৌরভবনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট কাজ করে দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

আহসানুর রহমান রাজীব/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।