গাজীপুরে ৫ দোকান মালিকের জরিমানা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ০৮ জুন ২০২৩

গাজীপুরের কালীগঞ্জে পাঁচ দোকান মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া অভিযান চালিয়ে এ আদেশ দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া বলেন, দুপুরে উপজেলার কালীগঞ্জ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্স না থাকায় পাঁচ দোকান মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

গাজীপুরে ৫ দোকান মালিকের জরিমানা

এ সময় প্রাণিসম্পদ অফিসের ভেটেনারি চিকিৎসক আফজাল হোসেন, কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আব্দুর রহমান আরমান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।