সীমান্তের পিলার মেরামত কাজ পরিদর্শনে ভারত গেলেন ৬ জন

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ০৮ জুন ২০২৩
প্রতিনিধি দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়

সীমান্তের সীমানা পিলার পুনর্নির্মাণ ও মেরামত কাজ পরিদর্শনের উদ্দেশ্যে তিন দিনের সফরে ভারত গেছে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (৮ জুন) বেলা ১১টায় দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল বারিকের নেতৃত্বে প্রতিনিধি দলটি ভারতে যায়।

এ সময় হিলি চেকপোস্টে ভারতের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে তারা ভারতে প্রবেশ করেন।

প্রতিনিধি দলে আছেন- ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যুগ্মসচিব এম এম আরিফ পাশা, উপ-পরিদর্শক (জরিপ) মো. মনিরুজ্জামান, জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা মো. শামসুল আজম, সহকারী জরিপ কর্মকর্তা মো. পারভেজ মিয়া ও মো. আশরাফুল হোসেন।

জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা মো. শামসুল আজম বলেন, বাংলাদেশের দিনাজপুর ও জয়পুরহাট এবং ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্ত আন্তর্জাতিক সীমানা পিলার যৌথভাবে পরিদর্শন করা হবে।

মো. মাহাবুর রহমান/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।