মাঠ থেকে গরু আনার সময় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ০৮ জুন ২০২৩
প্রতীকী ছবি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মাঠ থেকে গরু আনার সময় বজ্রপাতে জান্নাত বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের আমিনুল গ্রামে এ ঘটনা ঘটে।

জান্নাত উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবুল কালামের স্ত্রী। বিকেলে তাকে নিজ বাড়িতে দাফন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুবর্ণচর উপজেলায় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। ওই সময় জান্নাত বেগম মাঠে গরু আনতে যান। পথে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জাগো নিউজকে বলেন, নিহত গৃহবধূ পাঁচ সন্তানের জননী ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।