ভোলায় দুই হাজার বৃক্ষরোপণ করবে কোস্টগার্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ০৮ জুন ২০২৩

ভোলায় ফলদ-বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) কোস্টগার্ড দক্ষিণ জোনের পক্ষ থেকে দুই হাজার বৃক্ষরোপণ শুরু হয়।

কোস্টগার্ড দক্ষিণের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ শহীদুল হক জানান, উপকূলীয় অঞ্চলে অধিকহারে বৃক্ষরোপণের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় করতে হবে।

jagonews24

তিনি আরও বলেন, কর্মসূচি বাস্তবায়নের জন্য মাসব্যাপী বিভিন্ন স্টেশন, আউটপোস্ট ও উপকূলীয় স্থাপনা ও এলাকায় বিভিন্ন ফলদ-বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করবে কোস্টগার্ড দক্ষিণ জোন।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।